রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কোয়াটারে বসে গভীর রাতে নারী নিয়ে ফুর্তি করা গাড়ি চালক হুমায়ুন এর বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ১৫ কার্য দিবসের মধ্যে চুড়ান্ত প্রতিবেদন দেয়ার কথা থাকলেও দীর্ঘ দেড়মাসে প্রতিবেদন জমা না দেওয়া ও গড়িমসির অভিযোগ উঠেছে তদন্ত কমিটির বিরুদ্ধে। ঘটনার পর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফি উদ্দিন আহম্মেদকে আহবায়ক করে মোঃ মুনসুর হেলাল ( হিসাব রক্ষক ) সদস্য সচিব ও আব্দুস ছালাম নির্বাহী প্রকৌশলী ( যান্ত্রিক ও পাওয়ার ) সদস্য করে কমিটি গঠন করেন প্রধান নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার।
ঘটনার পরে তদন্ত কমিটি চুড়ান্ত প্রতিবেদন না দেয়ায় পানি উন্নয়ন বোর্ডের স্টাফদের মাঝে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে এ দায় থেকে হুমায়ুনকে বাচাঁতে তদন্ত কমিটি টালবাহানা শুরু করেছে বলে একটি বিশ^স্ত সুত্র নিশ্চত করেছেন। অবশ্য তা আঁচ করতে পারেননি প্রধান নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার ।
এদিকে বিষয়টি নিয়ে গোটা পানি উন্নয়ন বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছে গাড়ি চালক হুমায়ুন। যতদুর জানা গেছে, হুমায়ুন কবিরের নামে থাকা ওয়াপদা কলোনির কোয়াটারে দীর্ঘ দিন যাবত বিভিন্ন সময় নারী নিয়ে ফুর্তি করে আসছিলেন।
উল্লেখ্য চলতি বছরের ১১ ফ্রেরুয়ারী (বৃহস্পতিবার) রাত পৌনে ৪টার দিকে হুমায়ুন কবির ওয়াপদা কলোনি থেকে ওই নারীকে বের করার সময় ডিউটিরত অবস্থায় থাকা আনসার সদস্য আলিম এর হাতে ধরা খেয়ে যায়। আনসার সদস্য আলি নারীর বিষয়টি জানতে চাইলে হুমায়ুন বলেন, মেয়েটা রাহিম, শাহিনদের বাসায় আসছে বলে মুল সড়কে বের হয়। অপরদিকে রাতে টহলে থাকা পুলিশ সদস্যরা ওই নারীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি লঞ্চ ঘাট যাবো তবে কলোনিতে কার বাসায় আসছেন তার সঠিক কোনো উত্তর দিতে পারেননি।
এসময় পুলিশ সদস্যরা গাড়ি চালক হুমায়ুনকে জিজ্ঞাসা করলে তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রীর গাড়ি চালক পরিচয় দেন বলে একটি বিশ^স্ত সূত্র নিশ্চিত করেছে। যত দুর জানা গেছে, হুমায়ুন কবিরের ২নং কাশিপুর ইউনিয়নের সারসি বাজারের সাথে দ্বোতলা একটি ভবন রয়েছে। পাশাপাশি দুইটি গাড়িও রয়েছে তার। এ যেন আরেক মালেক! তদন্ত কমিটির এক এক সদস্যকে ফোন দিলে তিনি তা রিসিফ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ক্ষুদে বার্তা পাঠালেও সেখান থেকে কোনো উত্তর মেলেনি।
Leave a Reply