বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ সারাদেশে যখন করোনার মহামারী পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখনই মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় বিশেষ ওএমএস কার্ড এর আওতায় দলমত নির্বিশেষে নিম্ন ও মধ্যবিত্তদের বিশেষ এই ওএমএস কার্ড করার নির্দেশনা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
তারই ধারাবাহিকতায় আজ সোমবার মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ`র নির্দেশনায় সকাল থেকে নগরীর ৩নং ওয়ার্ডের পুরানপাড়া মাদ্রাসা এলাকায় বিশেষ ওএমএস কার্ডের মাধ্যমে চারশত পরিবারের মাঝে ১০ টাকা কেজি করে কার্ড প্রতি ১০ কেজি করে চাল দেওয়া হয়।
এর আগে গত ৩০ শে এপ্রিল ৩ং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর কাছে ওএমএস কার্ডের মাধ্যমে চাল বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান ফারুক মীর, ওয়ার্ড সভাপতি মজিবর রহামান মৃধা,ও বরিশাল মহানগর ছাত্রলীগের নেতা মোস্তাফিজুর রহমান অনিক সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
Leave a Reply