সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে অসহনীয় দাবদাহে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু হয়েছে। নগরীর ল্যাবএইড হাসপাতালের সামনে মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালক রাজা মিয়া (৬০) নগরীর বগুড়া রোডের বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার এএসআই রিয়াজুল ইসলাম জানান, রাজা মিয়া মারা যাওয়ার কয়েক মিনিট আগে ঘটনাস্থলে এসে যাত্রীর জন্য অবস্থান নেন। এ সময় তিনি কাঁপতে কাঁপতে রাস্তায় লুটিয়ে পড়েন। হাসপাতালের নিরাপত্তা প্রহরীরা পুলিশে খবর দিলে তিনি নিহতের স্বজনদের নিয়ে রাজা মিয়াকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে নিহতের মেয়ে মাহিনুরের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আফিয়া সুলতানা পরিবারের স্বজনদের বরাত দিয়ে জানান, নিহত রাজা মিয়া পূর্বে কোনো রোগে আক্রান্ত ছিলেন না। তবে তিনি রোজা রেখে রিকশা চালাতেন। ধারণা করা হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে রোজা রেখে পরিশ্রম করায় হিটস্ট্রোকে তিনি মারা গেছেন।
নিহতের ছেলে ইমন মিয়া জানান, তার বাবার লাশ নিয়ে তারা গ্রামের বাড়ি ঝালকাঠিতে গেছেন। সেখানে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, কয়েক দিন ধরে বরিশালে প্রচণ্ড দাবদাহ চলছে। বরিশাল আবহাওয়া দপ্তরের উচ্চ পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, বরিশালে সোমবার তাপমাত্রা ছিল ৩৭.৫ ও রোববার ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
Leave a Reply