মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল॥ বরিশাল নগরীতে শহীদ আবদুর রব সেরনিয়াবাত জেলা স্টেডিয়ামের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের সর্বস্তরের খেলোয়াড়দের ব্যানারে আজ সোমবার (১ জুন) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার মঈনুজ্জামান মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য প্রদীপ গাঙ্গুলী, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিলন ও বিভাগীয় ক্রিকেট কোচ তাসরিকুল ইসলাম টোটামসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী বরিশাল জেলা স্টেডিয়ামে ২৯ একর জমি রয়েছে। সীমানা প্রাচীরের বাইরে ভিআইপি রোডের পাশে ক্রীড়া সংস্থার মালিকানাধীন খালি জমি রয়েছে।
করোনা দুর্যোগের মধ্যে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি তার বাবার নামে মসজিদ নির্মাণের কথা বলে সেখানে স্টল ও খালি জমিসহ প্রায় ৯ শতাংশ জমি দখল করেছে।
প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে উল্টো প্রশাসনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বক্তারা অনতিবিলম্বে জমি উদ্ধারের দাবি জানান।
Leave a Reply