বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশাল নগরীতে বকেয়া বেতন চাওয়ায় তিন সন্তানের জননিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নগরীর নথুল্লাবাদ সেন্টার মার্কেটে। এ ঘটনায় বিচার না পেয়ে তিন সন্তানের জননি নিলুফা (৩৫),নিজের শরিরের বিভিন্ন স্থানে বেল্ড দিয়ে ক্ষত করেছেন তিনি। বৃহস্পতিবার (২৮ মে ) সকাল এগারোটার দিকে নথুল্লাবাদ সেন্টার পয়েন্ট মার্কেটে নিলুফা কয়েক মাস ধরে মার্কেটে ঝাড়ু দিয়ে আসছিলেন। সঠিক ভাবে বেতন না দেয়ার ফলে চলতি মাসের ১৫ দিন আগে কাজ ছেড়ে দেন ।
এদিকে বকেয়া ৪ হাজার টাকা চাওয়ার জন্য ওই মার্কেটের স্টাফ মামুন খন্দকারের কাছে চাইলে তিনি নিলুফাকে মারধর শুরু করেন। নিলুফা নগরীর ৩০ নং ওয়ার্ডের সাইদুল হোসেনের ভাড়াটিয়া তার স্বামী খোকন সে পেশায় একজন রিকসাচালক। মৃত আব্দুল কাদের খন্দকারের পুত্র মামুন। মামুন সেন্টার পয়েন্ট মার্কেট দেখভাল করে থাকেন।
আহত, নিলুফা জানান, এই লকডাউনের মাঝেও অতিরক্ত গাড়ি ভাড়া দিয়ে মার্কেটে ঝাড়ু দিয়েছি। এক মাসের বকেয়া বেতন ৩ হাজার টাকা ও পূবের বকেয়া ১ হাজার টাকা মামুনের কাছে চাইলে আমাকে মারধর করে। এসময় পান ব্যবসায়ীরা এসে আমাকে উদ্ধার করে কিছু ঔষধ কিনে দেয়ার পরে বাসায় আসি। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মারধর বিষয়টি আমি নিজে মেনে নিতে না পারায় শরিরে ব্লেড দিয়ে বিভিন্ন স্থানে জখম করছি।
এ বিষয় মামুনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, হাতাহাতি হইছে তা তো সমাধান করা হয়ে গেছে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
নথুল্লাবাদ সেন্টার পয়েন্ট মার্কেট মালিক মোঃ বাবুল শরিফ বলেন, বিষয়টি আমার জানা নেই, আমি দুই দিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছি বাসায় রয়েছি।
Leave a Reply