বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মহানগরীর দুইটি কোচিং সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের সহাকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ সাংবাদিকদের জানান, সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টারগুলো চালু করা হয়েছিল। অথচ করোনা মহামারির কারণে সরকার সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ বহাল রেখেছে।
নগরীর বগুড়া রোডে সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন কোচিং সেন্টারে এ অভিযান পরিচালনাকালে কোচিং সেন্টার ‘এসসিএইচ’ এবং ‘রাইটস’কে যথাক্রমে ৭ হাজার ও ৫ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানিয়েছেন, জরিমানা আদায়ের পাশাপাশি কোচিং সেন্টার মালিকদের কাছ থেকে ভবিষ্যতে এসব কাজ থেকে বিরত থাকার জন্য মুচলেকাও নেয়া হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।
Leave a Reply