মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল আওয়ামী লীগের প্রবীণ নেতা মফিজুল ইসলাম ঝন্টু ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ২টা ৫০ মিনিটে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ঝন্টুর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এক ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই আ’লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল জেলা ও মহানগর আ’লীগের নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানা গেছে- বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ঝন্টু বেশকিছু দিন ধরে বাধক্যজনিত রোগে ভুগছিলেন। বুধবার রাতে শহরের ৪ নম্বর মসজিদ বাড়ি এলাকার বাসভবনে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা উদ্ধার করে বান্দরোডস্থ রাহাত আনোয়ার হাসপাতালে নিয়ে যান। পরে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার বাদ আসর পুলিশ লাইনস মাঠে এই আ’লীগ নেতার জানাযা শেষে তাকে মুসলিম গোরস্থান মসজিদে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। এছাড়া ১০ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখর চন্দ্র দাসও শোকপ্রকাশ করেছেন।
Leave a Reply