রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ বরিশাল ও ঝালকাঠি বাস শ্রমিকদের মধ্যে মারামারির জেরে ঝালকাঠি থেকে ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখে এ ধর্মঘট শুরু হয়।
ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বলেন, সোমবার (২২ মার্চ) রাতে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডের শ্রমিকদের হামলায় ঝালকাঠির কয়েকজন বাস শ্রমিক আহত হন। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডেকেছেন।
এদিকে, ধর্মঘটের ফলে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠির সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের ফলে অসংখ্য যাত্রী বিপাকে পড়েছেন।
এদিকে বরিশাল বিভাগীয় মালিক সমিতির সমন্বয় পরিষদের সভাপতি ও রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাউসার হোসেন শিপন জানান, নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের এক বহিরাগত সন্ত্রাসী সুমন মোল্লা বিভিন্ন সময়ে ঝালকাঠি মালিক সমিতির বিভিন্ন গাড়ি থেকে চাঁদা আদায় করে আসছিলেন।
গতকাল তারা চাঁদা না দেয়ার কারণে ঝালকাঠি রুটের গাড়ির স্টাফদের মারধর করাসহ ১২ থেকে ১৩টি গাড়ির চাকার টায়ার কেটে দেয়ার কারণে তারা ধর্মঘটের ডাক দিয়েছে। আমাদের গাড়ি চলাচলে কোনো বাধা নেই তবুও মালিক সমিতির সদস্য হওয়ার কারণে আমরাও তাদের প্রতি সমর্থন জানিয়ে বন্ধ রেখেছি।
Leave a Reply