বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ স্বাস্থ্যবিধি নিশ্চিত সামাজিক দূরত্ব বজায় রেখে ৬৬ দিন পর বরিশালের সকল অভ্যন্তরীণ নৌপথে লঞ্চসহ যাত্রীবাহী নৌযান চলাচল শুরু করেছে।
আজ (৩১ মে) সকাল থেকে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়। পাশাপাশি সকাল থেকেই বরিশাল থেকে ভোলা, লক্ষ্মীপুরসহ দক্ষিণাঞ্চলের ৩৪টি রুটেও লঞ্চ চলাচল শুরু হয়েছে।
লঞ্চ মাস্টার শাহে আলম জানান, সরকারি নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যসুরক্ষা মেনে সকাল সাড়ে ৮টায় ভেদুরিয়া লঞ্চঘাট থেকে সঞ্চিতা-২ লঞ্চটি নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দিয়েছে।
এর আগে সকাল পৌনে আটটার দিকে আরেকটি লঞ্চ ভেদুরিয়া থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। বিআইডব্লিউটিএ বরিশাল নদী বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মো. আজমল হুদা মিঠু সরকার জানান, সকাল থেকে যথানিয়মে লঞ্চ চলাচল করছে।
রাতে ঢাকার উদ্দেশে যাত্রীবাহী লঞ্চগুলো রওনা দিবে। তিনি আরো জানান, করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে নৌপথে যাত্রী পরিবহনের ক্ষেত্রে ১৪টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিআইডব্লিউটিএ এ নির্দেশনা মেনে লঞ্চে যাত্রী পরিবহনের নির্দেশ দিয়েছে। সার্ভে সনদ অনুযায়ী যাত্রী নিতে হবে। কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী বহন করছে কিনা, সামাজিক দূরত্ব বজায় রাখছে কিনা- তা মনিটরিং করা হবে বলেও জানান তিনি।
এদিকে, রোববার সকাল ৮টায় গ্রীন লাইন ওয়াটার সার্ভিস ঢাকার লালকুঠি এলাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়েছে। এরপর ঢাকা থেকে চাঁদপুর ও শরীয়তপুরগামী সব লঞ্চ চলাচল শুরু করেছে।
বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বরিশাল, ভোলা, পটুয়াখালী ও পিরোজপুরের উদ্দেশে লঞ্চগুলো ঢাকা ত্যাগ করবে। এছাড়া সন্ধ্যা ৬টায় সরকারি স্টিমার মধূমতি বাদামতলী ঘাট থেকে বরিশাল, মোড়লগঞ্জ ও খুলনার উদ্দেশে ছেড়ে যাবে বলে কথা রয়েছে।
Leave a Reply