রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
রিয়াজ মাহামুদ আজিম॥ বরিশালে ট্রাক ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকার সাগরদী কামিল মাদ্রাসার কাছে এ্যাংকর সিমেন্ট বহনকারী ঘাতক ট্রাকটি একটি যাত্রীবাহী মাহেন্দ্রা কে চাপা দেয়।নিহতরা হলেন, দেলোয়ারা বেগম ও শিপন (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন যাত্রী।
শনিবার (১৯ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে ।এতে ঘটনাস্থলে দেলোয়ারা বেগমের মৃত্যু হয়। পরে বরিশাল শের-ই -বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিপনের মৃত্যু হয়। আহত আমিন, রবিউল, মোর্শেদা ও স্বপন কে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ( শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বরিশাল নগরের রূপাতলী থেকে যাত্রী নিয়ে লঞ্চঘাটের উদ্দেশে যাচ্ছিল একটি মাহিন্দ্র। পথিমধ্যে ওই এলাকায় মাহিন্দ্রটিকে চাপা দেয় এ্যাংকর সিমেন্টের বহনকারী একটি ট্রাক। এতে দুইজন নিহত সহ চার জন আহত হন।
Leave a Reply