বরিশালে পুলিশের কার্যক্রম দৃশ্যমান নয়, চাপা আতংকে মানুষ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রে রাহুলের বৈঠক, বাংলাদেশ ইস্যু আলোচনা মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন: ড. ইউনূস সড়কে সাঁকো দিয়ে চলাচল করছেন বরিশাল সিটির বাসিন্দারা ! জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস: গণ-অভ্যুত্থানের শহীদদের পুনর্বাসন, সেনাবাহিনীকে ধন্যবাদ ছাত্রাবাসের নিয়ম ভেঙে বিএম কলেজের সমন্বয়ক শাহাবুদ্দিন বহিষ্কৃত বরিশালে ফের সাউন্ড গ্রেনেড উদ্ধার, নগরজুড়ে আতঙ্ক শ্রমিকদের কর্মবিরতিতে বরিশালে অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ পুলিশ সংস্কারের অংশ হিসেবে বরিশালে চার থানার ওসি একযোগে বদলি চাঁদের দূরত্ব বাড়ছে, ২০ কোটি বছর পর ২৫ ঘণ্টায় হবে এক দিন তৈয়ব আলীর করলা চাষ: সাফল্যের নতুন দৃষ্টান্ত কাউখালীতে




বরিশালে পুলিশের কার্যক্রম দৃশ্যমান নয়, চাপা আতংকে মানুষ

বরিশালে পুলিশের কার্যক্রম দৃশ্যমান নয়, চাপা আতংকে মানুষ




নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ্যত্যাগের পরদিন মঙ্গলবার বিভিন্ন দাবি তুলে ধরে সারাদেশের সাথে একযোগে কর্মবিরতি ঘোষণা বরিশাল মেট্রোপলিটন পুলিশ। দেশের সর্ববৃহত আইন-শৃংখলা বাহিনীর নিস্ক্রিয়তার সুযোগে অনেক এলাকায়ই ছোট বড় ঘটনা ঘটলেও তা প্রতিরোধে কার্যকরি কোন উদ্যোগ নেই পুলিশের। ফলে চাপা আতংকের রয়েছে নগরবাসী।

এদিকে গত বুধবার নতুন আইজিপি পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়ার পর বুধবার রাত থেকেই থানাগুলোতে কিছু পুলিশ সদস্য যোগ দিলেও মাঠ পর্যায়ে কোন কর্মকান্ড শুরু করেনি। এছাড়া কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও স্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে জোড়ালো কোন উদ্যোগ গ্রহণ করেননি। তবে সড়কে পরিচ্ছন্নতা ফিরিয়ে আনা এবং ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ে কাজ করছে শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা বিজয়ের আনন্দ নিয়েই মেতে আছেন বলে অভিযোগ উঠেছে। এতদিন বিরোধী দলের নাম ভাঙিয়ে টোকাই ও কিশোর গ্যাং সমাজের অনেকের ঘুম হারাম করে দিচ্ছে। অভিযোগ রয়েছে, এসব টোকাই ও কিশোর গ্যাংয়ের বেশীরভাগই এতদিন সরকারি দলের সভা সমাবেশ থেকে শুরু করে মিছিলে নানা রাজনৈতিক ও অরাজনৈতিক কর্মকান্ডে দলভারী করেছে। এদিকে বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে শান্ত থাকার আহ্বান জানানোর পর দলীয় পদধারী বেশিরভাগ নেতারা পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কর্মীদের নির্দেশ দিচ্ছেন। এছাড়া বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে দেশের সংকটময় পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়ে নগরীতে মাইকিং করতে দেখা গেছে।

এদিকে বরিশাল নগরীতে কোন ট্রাফিক পুলিশ না থাকার মধ্যেই গত দুদিন ধরে নগর জুড়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রন সহ পরিবহন ব্যবস্থায়‘ কার্যকর শৃংখলা’ ফিরিয়ে আনতে কাজ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থীর সাথে বিএনসিসি, রোভার স্কাউটস সদস্য ছাড়াও ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরাও অংশ নিচ্ছেন। ফলে বরিশালে অনেকটাই স্বাভাবিক রয়েছে সাধারণ মানুষের চলাচল। দোকানপাটসহ, বিপনি-বিতান ও অফিস আদালত খোলা থাকায় সেসব জায়গাতে লোকসমাগম বেড়েছে। ফলে বিগত কয়েকদিনের তুলনায় সড়কগুলোতে রিকশা, ব্যাটারি রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের গণপরিবহন এবং মোটরসাইকেলসহ ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে। নগরবাসীর মতে, স্কুল কলেজের ছেলেমেয়ারা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে যে কঠিন দায়িত্ব পালন করছে, তা ভবিষ্যতের জন্য উদহারন হয়ে থাকবে। আর সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এ দেশটা যেমন আপনার তেমনি আমারও। তাই বর্তমান পরিস্থিতিতে আমরা দেশটাকে সুন্দর-স্বাভাবিক রাখতে যেমন চাই, তেমনি সকল ধর্ম-বর্ণের মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করে সবাইকে নিয়ে বসবাসও করতে চাই। সুবিধাবাদীর সন্ত্রাসী কার্যক্রম চালালেও আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম থাকবো। আর সাধারণ মানুষও আমাদের পাশে রয়েছে।

অপরদিকে বৃহস্পতিবারও বরিশাল মহানগরী সহ রেঞ্জের তেমন কোন থানায় পুলিশের দৃশ্যমান কোন কার্যক্রম দেখা যায়নি। তবে মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশ সক্রিয় আছে, তারা কাজে ফিরছে। মহনগরীর সবগুলো থানাতেই পুলিশ রয়েছে এবং যথাযথ দায়িত্ব পালন করছে বলেও দাবী তাদের।

এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার বরিশাল মহানগর পুলিশ কমিশনার ও বরিশাল রেঞ্জ ডিআইজি’র সাথে দাপ্তরিক সেল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD