বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
বরিশালের হিজলা উপজেলায় গৌরাব্দি ইউনিয়নের কাকুরিয়াড় গ্রামে তিন সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে থানা হিজলা থানা পুলিশ। সোমবার ( ১ জুন ) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার।
মামলার বরাত দিয়ে ওসি জানান, গত ৩০ মে দিবাগত রাতে ওই গ্রামে এ গণধর্ষনের ঘটনা ঘটে। ঘটনার সময় ওই গৃহবধু তার দুই সন্তানকে নিয়ে ঘরের ভেতরে অবস্থান করছিলো।
আটজনের একটি দল ওই গৃহবধুর ঘরের দরজার সামনে এসে অবস্থান নিয়ে শব্দ করে। দরজা খোলার সাথে সাথে তাদের মধ্যে চারজনে ওই গৃহবধুকে গণধর্ষন করে এবং বাকীরা ধর্ষণে সহায়তা করে।
ওসি বলেন, এ ঘটনায় গৃহবধু নামধারী আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে স্থানীয়দের সহায়তায় থানা পুলিশ অভিযান চালিয়ে রবিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে। ধর্ষককারীরা পেশায় সবাই জেলে, তাদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply