বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঘূর্ণিঝড় মোকাবিলায় বরিশালে প্রথম প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। আজ শনিবার দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়। বরিশালে আড়াইশ’ সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার কথা বলা হয়। পাশাপাশি সব স্কুল-কলেজগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়।
করোনার সতর্কতা স্বাস্থ্যবিধি মানার জন্য সাইক্লোন শেল্টারগুলোকেও নির্দেশনা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
অন্যান্যের মধ্যে রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, পুলিশ, উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply