বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদীতে ঘুড়ি উড়াতে গিয়ে চারতলার ছাদ থেকে নিচে পড়ে রাহাত শিকদার (১০) নামের এক মাদ্রাসাছাত্র মারা গেছে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
রাহাত শিকদার উপজেলার টরকী বন্দরের কাপড়ের ব্যবসায়ী হায়দার শিকদারের ছেলে। সে সুন্দরদী নূরানী ও দারুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
নিহতের বাবা হায়দার শিকদার জানান, টরকী বন্দরসংলগ্ন তার চারতলা ভবনের ছাদে তার ছেলে রাহাত ও ভাতিজা রিফাত শিকদার বুধবার সকাল ১০টার দিকে ঘুড়ি উড়াতে যায়। ঘুড়ি উড়ানোর সময় অসাবধানতাবশত তার ছেলে রাহাত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন শুক্রবার বেলা ১১টার দিকে সে মারা যায়। গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply