রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশালের ২ নং কাশিপুর ইউনিয়নে সুমি বেগম ( ৩১) নামে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার ( ১৭ এপ্রিল ) সকাল সাড়ে নয়টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয়।
কাশিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব বিল্লা বাড়ি গ্রামে এঘটনা ঘটে। গৃহবধুর মৃত্যুর পর থেকে শ্বশুর বাড়ীর লোকজন পালিয়েছে। পূর্ব রহমতপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের মেয়ে সুমি বেগম। পূর্ব বিল্লা বাড়ি গ্রামের নয়ন গাজি বিন্তুুর স্ত্রী সে। পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে। নয়ন গাজি বিন্তুু অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসে কাজ করেন। তাদের ঘরে এক ছেলে সন্তান রয়েছে তার নাম সানি গাজি (১৩)।
সহকারী পুলিশ কমিশনার ( এয়ারপোর্ট থানা ) মাসুদ রানা বলেন, সুরতহাল করে ময়না তদন্তের জন্য শেবাচিমের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার প্ররোচনার মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply