সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার॥ মোসাম্মৎ ফারহানা (১৪) বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন সময় থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিয়মিত কবিতা লেখা শুরু করে সে। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা তাঁর একাধিক কবিতা প্রকাশ পায় স্থানীয় বিভিন্ন পত্রিকায়৷ এই কবিতা লেখার অভ্যাসের খবর পৌঁছে যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড.মোঃ ছাদেকুল আরেফিনের কানে। এরপর আজ বুধবার (১৭ই মার্চ) ফারহানা এমন ঘটনার সাক্ষী হয় যা সে কখনো কল্পনা করে নি।
করোনা পরিস্থিতিতে আর দশটা দিনের মতোই বুধবারও ঘরে বসে কাটছিলো ফারহানার সময়। হঠাৎ দুপুরে ফারহানাকে তাঁর অভিভাবক সহ উপাচার্যের কার্যালয়ে ডেকে পাঠানো হয়। এরপর বঙ্গবন্ধুকে নিয়ে লেখা তাঁর প্রতিটি কবিতার প্রশংসা করে উপহার সামগ্রী প্রদান করেন উপাচার্য নিজে। কিশোরী ফারহানা এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়ে আবেগে আপ্লুত হন। আর নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর প্রতি আরো আগ্রহী করতেই ব্যক্তিগত উদ্যোগে এমন আয়োজন করেছেন বলে জানান উপাচার্য ।
আজ দুপুরে ফারহানার হাতে মানপত্র, বই ও ক্যালেন্ডার সহ অন্যান্য উপহার তুলে দেন উপাচার্য ড.মোঃ ছাদেকুল আরেফিন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.মুহসিন উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক ড.খোরশেদ আলম, কর্মকর্তা পরিষদের সভাপতি বাহাউদ্দীন গোলাপ সহ আরো অনেকে।
স্কুল ছাত্রী ফারহানা উপাচার্যের হাত থেকে উপহার নেয়া শেষে বলেন, ‘ আজকে আমি অনেক খুশি। উপাচার্য স্যারের কাছে যেতে ভয় লাগছিল। কিন্তু তিনি আমাকে মাথায় হাত দিয়ে দোআ করে দিয়েছেন৷ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বড় মানুষ হতে বলেছেন ‘৷
ফারহানার পিতা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী শেখ ফরিদুল ইসলাম জানান, তাঁর মেয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় স্কুলের ম্যাগাজিনে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম কবিতা লেখে। এরপর বরিশালের বিভিন্ন পত্রিকায় নিয়মিত এই চর্চা চালিয়ে গেছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নজরে আসে। যার প্রেক্ষিতে বুধবার দুপুরে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে ফারহানাকে অনুপ্রেরণা দেন উপাচার্য।
আর উপাচার্য ড.মোঃ ছাদেকুল আরেফিন বলেন, ‘ আমি ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর চেতনা লালন করি। সেই জায়গা থেকে উপলব্ধি করি তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে আরো বেশী আগ্রহী করা প্রয়োজন। শিশু বয়স থেকে ফারহানা বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা লালন করছে সেটিকে আরো উজ্জীবিত করা উচিত। এই ভাবনা থেকে একদম ক্ষুদ্র পরিসরে এবং ব্যক্তিগত উদ্যোগে ফারহানাকে অনুপ্রেরণা জোগানোর চেষ্টা করেছি। আমি চাই দেশের প্রতিটি শিশু – কিশোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আরো বেশি জানুক’।
Leave a Reply