শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গড়বই।” তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের মধ্যে ঈদের সময় ঐক্য ও ভালোবাসার বন্ধন দৃঢ় করতে চাই। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ঈদ নৈকট্য ও সমবেদনার দিন, এবং সেই ঐক্যকে দীর্ঘস্থায়ী করতে তিনি কাজ করবেন।
এ সময় ড. মুহাম্মদ ইউনূস দেশের সব জায়গার মুসল্লি, নারী, প্রবাসী শ্রমিকসহ সকলকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি ঈদের জামাতে শরীক হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং এ ঐক্যকে দৃঢ় করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
এছাড়া তিনি জুলাইয়ের যোদ্ধাদের স্মরণ করে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের স্বপ্ন বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, “আমরা এক জাতি হিসেবে এগিয়ে যাব, যেভাবে আমাদের যোদ্ধারা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন, তেমনভাবেই আমরা নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করবো।”
ঈদুল ফিতরের প্রধান জামাতে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিদেশি কূটনীতিকসহ ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
Leave a Reply