বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ॥ বিশ্বের বিভিন্ন দেশগুলোর মতো ভারতেও ঈদ-উল-ফিতর উৎসাহ ও আনন্দের সঙ্গে উদযাপন করা হয়েছে। বিশেষত, রাজস্থানের জয়পুরে ঈদের দিন একটি অসাধারণ দৃশ্য দেখা গেছে, যেখানে হিন্দু মুসলিম ঐক্য প্রদর্শন করতে গিয়ে কয়েকজন হিন্দু মুসলিমদের ওপর ফুল বর্ষণ করেছেন। এই ঘটনা জয়পুর শহরের দিল্লি রোডের ঈদগাহে ঘটেছে, এবং এতে হিন্দু মুসলিম ঐক্য কমিটি ব্যানারে আসা কয়েকজন হিন্দু পুরুষ মুসলিমদের ওপর ফুল বর্ষণ করে ঈদ উদযাপনে অংশ নেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই হিন্দু পুরুষরা গেরুয়া পোশাক পরিধান করে ঈদগাহ মাঠে মুসলিমদের উদ্দেশ্যে ফুল বর্ষণ করেন। একটি ভিডিওতে এই দৃশ্য ফুটে উঠেছে, যেখানে উঁচু থেকে মুসলিমদের ওপর ফুল বর্ষণ করা হচ্ছে। বিশেষত, যখন ভারতীয় রাস্তায় নামাজ নিয়ে বিতর্ক তীব্র হচ্ছিল, তখন এই দৃশ্যটি ভারতের সাম্প্রদায়িক ঐক্য ও ভ্রাতৃত্বের প্রমাণ হিসেবে সামনে আসে।
ঈদ উদযাপন করতে দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে বিপুলসংখ্যক মুসলিম জমায়েত হন এবং সেখানে ঈদের নামাজ আদায় করেন। ঈদগাহে উপস্থিত একজন মুসলিম সংবাদ সংস্থা এএনআইকে জানান, ‘‘আজ আমরা প্রার্থনা করেছি যে, দেশ এগিয়ে যাক এবং আমাদের ভ্রাতৃত্ব অটুট থাকুক। আমরা প্রধানমন্ত্রী মোদির সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেছি।’’
দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের অযোধ্যায় ঈদ উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছিল। পুলিশের পায়ে হেঁটে টহল দেওয়ার মাধ্যমে শান্তি বজায় রাখার চেষ্টা করা হয়।
অন্যদিকে, আগ্রার ঐতিহাসিক তাজমহলেও ঈদ উদযাপনে বিশাল জমায়েত হয়েছে, যেখানে শিশুসহ হাজার হাজার মানুষ একত্রিত হয়ে নামাজ আদায় এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন। তামিলনাড়ুর তিরুনেলভেলি এবং ভেলোরেও রমজান শেষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় ৫০ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন।
ভারতের বিভিন্ন রাজ্য থেকে এই ধরনের বিশাল জমায়েতের খবর পাওয়া গেছে, যেখানে মুসলিমরা একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-পোস্টে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘‘ঈদ-উল-ফিতর আমাদের সমাজে আশা, সম্প্রীতি এবং দয়ার চেতনা বৃদ্ধি করুক। ঈদ মোবারক!’’
এছাড়া ভারতের বিভিন্ন রাজনীতিবিদও এই বিশেষ দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সমাজে ঐক্য ও শান্তির বার্তা দিয়েছেন।
Leave a Reply