শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণা বুধবার (২ এপ্রিল) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেন ড. খলিলুর রহমান।
বিমসটেক (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) একটি আঞ্চলিক জোট, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ নিয়ে গঠিত। আগামীতে এই জোটের নেতৃত্ব দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ড. খলিলুর রহমান আরও জানান, ড. ইউনূস তার দায়িত্ব গ্রহণের পর বিমসটেক সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে সাক্ষাৎ করবেন।
আগে, ২৯ অক্টোবর বিমসটেক মহাসচিব রাষ্ট্রদূত ইন্দ্র মণি পাণ্ডে ঢাকা সফরে এসে ঘোষণা দিয়েছিলেন যে, বাংলাদেশই আগামী পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে। তিনি এই তথ্য ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর প্রকাশ করেন।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৩ ও ৪ এপ্রিল বিমসটেক সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ড সফরে যাচ্ছেন। তার সফরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনও তার সঙ্গে থাকবেন।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এ সম্মেলনে ড. ইউনূস বৈশ্বিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন এবং বহুমুখী সহযোগিতা বাড়ানোর বিষয়গুলোর উপর আলোকপাত করবেন। বিমসটেক সম্মেলনের মাধ্যমে তিনি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের জন্য কাজ করবেন বলে আশা করা যাচ্ছে।
Leave a Reply