রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জামালপুরের বকশীগঞ্জে ফাঁকা ঘরে কিশোরীকে ধর্ষণের মামলায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার নাবিল মিয়া ওই উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ফুলদহপাড়ার রেজাউল হকের ছেলে। বৃহস্পতিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট।
তিনি জানান, ফুলদহপাড়া গ্রামের ওই কিশোরীকে মঙ্গলবার রাতে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে নাবিল মিয়া। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। বুধবার রাতে মামলা করেন ধর্ষণের শিকার কিশোরীর বাবা। বৃহস্পতিবার ভোরে নাবিল মিয়াকে গ্রেফতার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, গ্রেফতার নাবিল মিয়াকে বৃহস্পতিবার বিকেলে জামালপুর কোর্টে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
Leave a Reply