রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টাঙ্গাইলের সখীপুরে ধর্ষণে এতিম এক তরুণী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামি অসীম ধোপাকে গ্রেফতার করেছে পুলিশ। অসীম টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাটখোলা এলাকার প্রয়াত অতুল ধোপার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, শিশুকালে মা-বাবা মারা যাওয়ার পর ওই তরুণী টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া কলেজপাড়ায় বোনের বাসায় থাকতেন। ওই বাড়িতে থাকার সুবাদে অসীম ধোপার সঙ্গে তার পরিচয় হয়। তিনি একাধিকবার মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেন। তবে ভিন্ন ধর্মের হওয়ায় তার প্রস্তাব ফিরিয়ে দেন তরুণী। একপর্যায়ে অসীম নানা কৌশলে তাকে প্রেমের ফাঁদে ফেলেন। পরে ধর্মান্তরিত হয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিবার ধর্ষণ করেন।
সর্বশেষ গত বছরের ২৪ সেপ্টেম্বর করটিয়া হাটে অসীম ধোপার কাপড়ের গোডাউনে পুনরায় বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর বিয়ের জন্য চাপ দিলে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন অসীম।
এ সময় ওই তরুণী জানতে পারেন অসীম বিবাহিত এবং সন্তান রয়েছে। বিয়ের জন্য চাপ দেয়ায় ওই তরুণীকে গর্ভের সাত মাসের সন্তান নষ্ট করতে বলেন তিনি। এতে রাজি না হওয়ায় তাকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়। গত ২০ জানুয়ারি মেয়েটি বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও টাঙ্গাইল মডেল থানার এসআই প্রতিমা রাণী তরফদার জানান, মামলা দায়েরের পরই অভিযুক্ত অসীম ধোপাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply