রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ॥ বরিশালে প্রবাসীর অর্থ আত্মসাৎ করায় অবসর প্রাপ্ত তহসিলদার ও শিক্ষকের বিরুদ্ধে অর্থ মামলা করা হয়েছে। এর আগে বরিশাল র্যাব-৮ এর ডিএডি শালিস এর মাধ্যমে অর্থ ফেরত দেয়ার জন্য বলেন। কিন্তু এর পরেও টাকা আসামীরা টাকা ফেরত দেয় না।
মামলা সূত্রে, বরিশাল কোতয়ালী মডেল থানাধীন ৬নং জাগুয়া ইউনিয়নের আস্তাকাঠী গ্রামের সরদার বাড়ির বাসিন্দা অবসরপ্রাপ্ত তহসিলদার মোঃ ফরিদ উদ্দিন ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম সরদারসহ একাধিক ব্যাক্তির বিরুদ্ধে বরিশাল অকিরিক্ত চীফ মেট্রপলিটন ম্যাজিষ্ট্রেট আদালাতে একই গ্রামের বাসিন্দা প্রবাসী মোঃ জলিল হাওলাদার বাদী হয়ে টাকা আত্মসাতের মামলা করেন। মামলা নং ১৯৯/৮(সদর) ধারা-৪০৬/৪২০/১০৯ দঃবিঃ। বাদী মোঃ জলিল হাং দীর্ঘ বছর যাবত বিদেশ ছিলেন। তিনি বিদেশ থেকে দেশে আসার পরে আসামীরা ঠিকাদারী কাজের জন্য টাকা প্রয়োজন বলে ব্যাংকের সুদের হারের চেয়ে বেশী মুনাফা দেয়ার কথা বলে ১১লাখ ৩২হাজার টাকা নেন।
আসামীরা এলাকার প্রভাবশালী ব্যাক্তি হওয়ায় জলিল সরল বিশ্বাসে টাকা দেন। কিন্তু টাকা ফেরৎ দেয়ার নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিয়ে ওই টাকা আত্মসাতের উদ্দেশ্যে বরিশাল র্যাব-৮ এ জলিলের বিরুদ্ধে একটি মিথ্যা দিয়া জলিলকে ধরিয়ে দেয়। কিন্তু র্যাব কর্তৃপক্ষ গোপন তদন্তের মাধ্যমে সত্য বিষয়টি যানতে পারে যে আসামীদের কাছে জলিল টাকা পাবে। তৎকালিন বরিশার র্যাব-৮ এর ডিএডি আশরাফ র্যাব কর্মকর্তাদের উপস্থিতে নিজে হাতে জলিলের টাকা পরিশোধের চুক্তি নামা সম্পাদন করেন। চুক্তি নামায় উল্লেখ থাকে যে আসামীরা জলিলের টাকা ফেরৎ দেবে এবং আসামীরা তাতে সাক্ষর করেন। কিন্তু পরে জলিলের টাকা পরিশোধ না করে আসামীরা জলিল কে হত্যা করার হুমকি দিয়ে আসছে। বর্তমানে আসামীরা এ মামলার সাক্ষীদের নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং মামলাল আলামত নষ্ট করার পায়তারা করছে বলে জানান বাদী জলিল।
Leave a Reply