শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি আসনে প্রতীক পেয়ে প্রচার-প্রচারনায় নেমে পড়েছে প্রার্থীরা। দুপুর ২টার পর পরই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোট চাইতে নেমে পড়েন।
এর আগে সোমবার (১০ ডিসেম্বর) দুপুর২টা পর্যান্ত বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিংকর্মকর্তার কার্যালয়ে ৩৫ জন দলীয়এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এসময় বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা এসএম অজিয়র রহমান জানান, ৩৮ জন প্রার্থীর মধ্যে বরিশাল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ- নৌকা, বিএনপি’র এম জহির উদ্দিন স্বপন- ধানের শীষ, জাকের পার্টির মো. বাদশা মিয়া- গোলাপ ফুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাসেল সরদার- হাতপাখা প্রতীক পেয়েছেন।
বরিশাল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহে আলম- নৌকা, বিএনপির সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু- ধানের শীষ, জাতীয় পার্টির মো. মাসুদ পারভেজ সোহেল রানা- লাঙ্গল, এনপিপির সাহেব আলী- আম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জহুরুল ইসলাম- হাতুড়ি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নেছার উদ্দিন- হাতপাখা ও স্বতন্ত্রপ্রার্থী মো. আনিচুজ্জামান- ট্রাক প্রতীক পেয়েছেন।
বরিশাল-৩ আসনে মহাজোটের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ মো. টিপু সুলতান- নৌকা, বিএনপির এ্যাডভোকেট জয়নুল আবেদীন-ধানের শীষ, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু- লাঙ্গল, বিকল্প ধারা বাংলাদেশের এনায়েত কবির- কুলা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ সিরাজুল ইসলাম- হাতপাখা ও স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান ট্রাক প্রতীক পেয়েছেন।
বরিশাল ৪ আসনে আওয়ামী লীগের পঙ্কজ নাথ- নৌকা, নাগরিক ঐক্যের জে এম নুরুর রহমান জাহাঙ্গীর-ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মো. নুরুল করীম- হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাহাবুবুল আলম- বট গাছ, বাংলাদেশ খেলাফত মজলিসের রুহুল আমিন- দেওয়াল ঘড়ি, বিএনএফ’র এনামুল হক- টেলিভিশন, ইসলামী ঐক্যজোটের সাইফুল্লাহ-মিনার প্রতীক পেয়েছেন।
বরিশাল-৫ সদর আসনে আওয়ামী লীগের জাহিদ ফারুক শামীম- নৌকা, বিএনপির এ্যাডভোকেট মজিবর রহমান সারওয়ার- ধানের শীষ, জাতীয় পার্টির এ কে এম মুরতজা আবেদীন- লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী সৈয়দ মো. ফয়জুল করীম-হাতপাখা, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আবদুস ছাত্তার- কোদাল, এনপিপি’র শামীমা নাসরিন- আম, বাংলাদেশ জাতীয় পার্টির এইচ এম মাসুম বিল্লাহ- কাঠাল প্রতীক পেয়েছেন।
বরিশাল-৬ আসনে জাতীয় পার্টির নাসরিন জাহান রতনা- লাঙ্গল, বিএনপি’র আবুল হোসেন খান- ধানে রশীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম আল আমীন- হাত পাখা, জাতীয় পার্টির (জেপি) খন্দকার মাহাতাব উদ্দিন- বাই সাইকেল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) একেএম নুরুল ইসলাম- তারা, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের মো. মোহসীন- মশাল ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী তালুকদার (ফারুক) সিংহ প্রতীক পেয়েছেন।
বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস.এম অজিয়র রহমান বলেন, উৎসব মুখর পরিবেশে বেলা ১২টা থেকে দুপুর পর্যন্ত প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। দলীয় প্রার্থীদের স্ব স্ব দলের প্রতীক পেলেও তিনজন স্বতন্ত্র প্রার্থীকে তাদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ করা হয়েছে।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী প্রতীক পাওয়ার পর পরই প্রার্থীরা নির্বাচনী বিধি মেনে প্রচার-প্রচারনায় নামতে পারবেন। এক্ষেত্রে আর কোন বাধ্য বাধকতা থাকবেনা। আমার বিশ্বাস উৎসব মুখর পরিবেশে যেভাবে প্রতীক বরাদ্দ হয়েছে। ঠিক তেমনি ৩০ ডিসেম্বর সাধারণ ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।
অপরদিকে প্রতীক পাওয়ার পরে দুপুর ২টায় বরিশাল নগরীর বটতলা এলাকায় নিজ বাসার সামনে থেকে প্রচারনায় নামেন বরিশাল সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, কাউনিয়া সাধুর বটতলা নিজ বাড়ির সামনে থেকে প্রচারনায় নামেন একই আসনে বিএনপি’র ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরওয়ার এবং হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মো. ফয়জুল করীম এর প্রচারনা শুরু হয়েছে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে।উল্লেখ, আগামী ৩০ ডিসেম্বর বরিশালের ৬টি আসনে ৮০৫ টি কেন্দ্রে ১৭ লাখ ৭৮ হাজার ৫৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যবে বেছে নিবেন পছন্দের জনপ্রতিনিধি।
Leave a Reply