সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান বুধবার এক শিশু মেয়েকে হত্যার দায়ে তার মা মনি বেগমকে যাবজ্জীবন এবং একইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। দুপুরে এ রায় দেয়া হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, বাদী মনি বেগম ২০১৭ সালের ২ ডিসেম্বর থানায় এসে তার মেয়ে ঝুমুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে মামলা করেন। একই দিন দুপুরে পার্শ্ববর্তী পুকুর থেকে ঝুমুরের মরদেহ ভেসে উঠলে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ তদন্ত সাপেক্ষে মনি বেগমের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। মনি বেগম দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেনি।
পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন জানান, বাদী এবং আসামি মনি বেগম জাহিদুল শেখের স্ত্রী। তার স্বামী শহরে ফুচকা বিক্রি করতো। উভয়ের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায় হলেও তারা শহরের মধ্যরাস্তায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট লাকী।
Leave a Reply