রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: রাঙামাটিতে অন্তঃসত্ত্বা এক জনপ্রতিনিধিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে হোটেলে পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওই নারীর।তিনি জেলার লংগদু উপজেলার লংগদু ইউনিয়ন পরিষদের নারী সদস্য।এদিকে, অভিযোগ পাওয়ার পর কোতোয়ালী থানা পুলিশ অভিযুক্ত ঝংকু চাকমাকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।বর্তমানে অন্তঃসত্ত্বা নারীটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। গ্রেফতার ঝংকু চাকমার (বাবলু) বাড়ি লংগদু উপজেলার ছোট কাট্টলি এলাকায়।
ভুক্তভোগী নারী বলেন, গত ২৪ এপ্রিল আমি লংগদু থেকে রাঙামাটি আসি। ওই দিন আমার চাচাতো ভাই আমাকে ফোন দিয়ে বলে তার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। ভাই হওয়ার কারণে তাকে বিশ্বাস করে রিজার্ভ বাজারের গ্রীন ক্যাসেলে তার রুমে আমিও যায়। সে আমাকে কোকাকোলার সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর ধর্ষণের চেষ্টা করে। আমি তার কাছে হাত পা ধরে মাফ চাওয়ার কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখি এবং আমার পাশে তাকে দেখতে পায়।আমি বুঝতে পারি রাতে সে আমাকে বেশ কয়েকবার ধর্ষণ করে। পরে আমি আমার পরিবারের সাথে কথা বলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি। পরে শুক্রবার তার বিরুদ্ধে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করি।
নারীটির স্বামী বলেন, ‘আমার স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা। এমন কাজের জন্য গর্ভের সন্তানের ক্ষতি হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।লংগদু ইউনিয়ন পরিষদের মেম্বার জগদীশ চন্দ্র চাকমা বলেন, ‘বাবলু ছেলেটা ভালো না। এ পর্যন্ত সে তিনটি বিয়ে করেছে। একটা বৌও তার কাছে থাকে না। ভালো ছেলে হলে তো ওর সাথে বৌ থাকতো। আমরা এ ঘটনার বিচার দাবি করছি।’
লংগদু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা (আদু) বলেন, ভিকটিম এখনো আমাকে কিছুই জানাননি। তবে বিষয়টি আমি শুনেছি। এই ঘটনার সাথে যেই জড়িত তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, ‘ভিকটিম থানায় অভিযোগ দায়েরের পর অভিযুক্তি ঝংকু চাকমা বাবলুকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ঝংকু চাকমা ঘটনা স্বীকার করেছে।
Leave a Reply