সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির নলছিটি পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল ওয়াহেদ খান দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত মেয়র ও সব কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করে নেন।
দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি-২ আসনে সংসদ সদস্য আমির হোসেন আমু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ্ পনির, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. এম আলম খান কামাল, ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাখাওয়াত হোসেন, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ, নলছিটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু জনার্ধন দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মিরাজ হাসান প্রিন্স।
অনুষ্ঠানের শেষপর্যায় পৌরসভার সচিব আবু হেনা মো. রাশেদ ইকবালের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।
নবনির্বাচিত মেয়র আব্দুল ওয়াহেদ খান নলছিটিকে আদর্শ ও আধুনিক পৌর শহর হিসেবে গড়ে তোলার জন্য সকলের দোয়া চেয়েছেন। পৌরবাসীর সার্বিক কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
মেয়র নির্বাচিত করায় পৌরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সকলের সহযোগিতায় রাস্তা-ঘাট, ড্রেন ও হাট-বাজারের উন্নয়নের মাধ্যমে নলছিটি পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে রুপান্তরিত করবো, ইনশাল্লাহ্।
অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি নলছিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল ওয়াহেদ খান মেয়র নির্বাচিত হন। এরপর ১০ মার্চ তিনি বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন।
Leave a Reply