মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচি ‘মুজিববর্ষ’ উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে বৃক্ষরোপণ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় সরকারি নলছিটি ডিগ্রী কলেজ চত্বরে ফলদ, বনজ এবং ঔষধি-এই তিন ধরনের গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুরু হয়।
এসময় সরকারি নলছিটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম কবির, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক এস.এম আল-আমিন, নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সরদার, সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সরদার বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু, যা আমাদের জীবন ধারণের জন্য অতি প্রয়োজনীয়। আমাদের সবার উচিত কমপক্ষে তিনটি করে গাছ লাগানো। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাঙালীর মুক্তির সংগ্রামের মহানায়ক, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নলছিটি উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি।
Leave a Reply