মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
মোঃ শহিদুল ইসলাম॥ প্রাণঘাতী করোনার থাবায় বাংলাদেশেও বাড়ছে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা। যার প্রভাবে হিমশিম খাচ্ছে অস্বচ্ছল মানুষ।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আর বিসিসির মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র তত্ত্বাবধায়নে বরিশাল নগরীতেও চলছে বিশেষ ওএমএস (রেশন কার্ড) ১০টাকা কেজি মুল্যের চাল বিতারনের ব্যবস্থা।
আজও নিম্ন ও মধ্যবিত্ত ৪’শ পরিবারের মাঝে এ চাল বিতারন করা হয়েছে।প্রথম পর্যায়ে জনপ্রতি ১০ কেজি করে রেশন কার্ডের চাল পেয়েছেন সুবিধাভুগিরা। নগরীর ১৫ নং ওয়ার্ড নিউ সার্কুলার রোডস্থ হার্ট ফান্ডেশন প্রাঙ্গণে ,সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলে।
সরেজমিনে উপস্থিত থেকে ১৩,১৪,ও১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাত জাহান লাভলী,১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন কবির,সাধারন সম্পাদক সাইদুর রহমান সোহেল তারা মেয়র মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সার্বক্ষণিক রেশন কার্ডের চাল বিতারন কার্যক্রম পরিচালনা করেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিনিটি পুলিশিং ফোরামের সভাপতি সৈয়দ জাকির হোসেন জেলাল ও পুলিশ অফিসার মোঃ টিপু সুলতান।এছাড়াও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মি ও প্রতিনিধি হিসেবে ছিলেন ওয়ার্ড যুবলীগ এবং ওয়ার্ড ছাত্রলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সরেজমিনে গেলে দেখা যায়, গরীব,দুস্থ,অসহায়, নিম্ন ও মধ্য বিত্ত পরিবারকে দেওয়া হচ্ছে রেশন কার্ডের চাল। এমন ক্লান্তিলগ্নে প্রধানমন্ত্রীর দেওয়া রেশন কার্ড পেয়ে অনেকের মুখে আনন্দের ছাপ লক্ষ করা গেছে।
তারা প্রধানমন্ত্রী সহ নগরপিতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন।এছাড়াও ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক তারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে বিশেষ ওএমএস(রেশন কার্ড)সুবিধাভোগীদের মাঝে চাল বিতারন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
Leave a Reply