রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর নবগ্রাম রোড রুইয়ার পুল এলাকায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে গলায় ফাঁসের ঘটনার পরে সোমবার (০৮ জুলাই) সকাল পৌনে ১০টায় শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
একা ঘরে প্রতিবেশি ভাড়াটিয়া শিশুটিকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ তার বাবা নগরীর বাংলাবাজারের মৎস্য ব্যবসায়ী রহিম সিকদারের। নিহত শিশু আওরান সিকদার (১০) রুইয়ারপুল এলাকার বাসিন্দা ও স্থানীয় মোল্লাবাড়ি রুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
নিহতের বাবা রহিম সিকদার জানান, তিনি রুইয়ারপুল এলাকার সিকদারবাড়ির মামুন এর বাড়িতে ভাড়া থাকেন। ঘটনার দিন রাতে ছেলেকে পড়তে দেখে তার মা বাইরে কাজে বের হয়। এর কিছুক্ষন পরে প্রাইভেট শিক্ষক তাকে পড়াতে এসে দরজা বন্ধ পায়। একাধিকবার ডাকাডাকির পরেও তার সাড়া পাওয়া যাচ্ছিলো না।
তিনি অভিযোগ করেন, শিক্ষকের ডাকাডাকি শুনে প্রতিবেশি ভাড়াটিয়া সুজন এর স্ত্রী ডালিয়া দরজা খুলে ঘরের মধ্যে ঢোকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি আওরানকে তুলে এনে শিক্ষকের হাতে দেয় এবং বলে সে গলায় ফাঁস দিয়েছে। পরে সেখান থেকে আওরানকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বাবার’র অভিযোগ তার ছেলে যখন ঘরে ছিলো তখন প্রতিবেশি ভাড়াটিয়া ডালিয়াও একই ঘরে ছিলো। এমনকি ডালিয়া একাই তার সন্তানকে উদ্ধার সে আত্মহত্যার চেষ্টা করে বলে দাবী করে। তবে আওরান আত্মহত্যা নয়, বরং তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ বাবার।
আর এর পেছনে ডালিয়ার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ তার। তাছাড়া ঘটনায় ঘটনার পরদিনই বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন নিহতের বাবা রহিম সিকদার।
Leave a Reply