বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে ২০০ পিস ইয়াবা ও একশত গ্রাম গাজাসহ এক ব্যাক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশ।
আটককৃত ব্যাক্তি হলো, নগরীর চহঠা এলাকার মৃত মালেক হাওলাদারের পুত্র রাসেল হাওলাদার (৩৬)। বুধবার (২৪ ফেব্রুয়ারী) রাত নয়টার দিকে নগরীর ৩০ নং ওয়ার্ডের তালুকদার সড়ক শাহিন ষ্টোর এর সামনে থেকে আটক করা হয়।
জানা গেছে, বুধবার রাত নয়টার সময় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ খায়রুল আলম’র নেতৃত্বে, অভিযান পরিচালনা করা হয়। সৈয়দ খায়রুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়।
পরে দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ও একশত গ্রাম গাজা উদ্ধার করা হয়। আটকের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে জানান তিনি।
Leave a Reply