সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:বরিশাল জেলা প্রশাসন অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ পলিথিন উদ্ধার করেছে। আজ রবিবার (২৭ জানুয়ারী) বিকেলে নগরীর সাগরদী এলাকা থেকে প্রায় ৩ টন অবৈধ পলিথিন জব্দ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ তোতা মিয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে ভবন মালিক কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সূত্রে জানা যায়, নগরীর সাগরদী চান্দু মার্কেট এলাকায় অবৈধ পলিথিন মজুদ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে ওই এলাকার রাহাত ভিলা নামক ভবনে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমান অবৈধ পলিথিন জব্দ করা হয়।
এদিকে ওই ভবনে আরো দুটি গুদাম ঘরের সন্ধান পায় আভিযানিক দলটি। পরবর্তীতে সেখান থেকেও অবৈধ পলিথিন সহ মোট ৩ টন অবৈধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ তোতা মিয়ার কাছে হস্তান্তর করা হয়।
অভিযান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক আব্দুল হালিম।
Leave a Reply