সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর চাদঁমারি এতিখানা মাদ্রাসার এক শিশু ছাত্র ১০দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবারের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। নিখোঁজ হওয়ার পর থেকে শিশুটির পিতা তার আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজির পর কোথাও না পেয়ে অবশেষে রবিবার রাত ১০টার দিকে তার পিতা মো: হারুন হাওলাদার বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করেন ডাইরী নং(৬০৩) ।
সূত্রে জানা যায়, সদর উপজেলার দক্ষিন কড়াপুরের পাচগাও গ্রামের মো: হারুন হাওলাদারের ছেলে মো: খাইরুল বাসার (১৩) মাদ্রসা ছুটির কারনে কিছু দিনের জন্য ঢাকায় তার বাবা হারুনের ভাড়া বাসায় বেড়াতে যায়।এরপর গত শুক্রবার (০১ ফেব্রুয়ারি)ঢাকা থেকে কড়াপুর পাচগাও গ্রামে চলে আসে এবং সেদিন বিকেলেই গ্রামের বাড়ি থেকে মাদ্রাসার উদ্দ্যেশ্যে রওনা হয়ে চলে আসে।
কিন্তু শিশুটির পিতা সন্ধায় মাদ্রাসার হুজুরের কছে ফোন দিয়ে তার ছেলের কথা জানতে চায় তখন মাদ্রাসার হুজুর তাকে জানান খাইরুল মাদ্রসায় আসেনি। সেই থেকে খাইরুলের পিতা তার বরিশালের সকল আত্বীয় স্বজন এমনকি খাইরুলের সহপাঠিদের সাথে যোগাযোগ করে ছেলের সন্ধান করেন। এখন শুধু সকলের প্রতি শিশু্টির পিতার আকুল আবেদন যদি কোনো স্বহ্রদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা গেলো – মোবাইল (০১৭৮২২১২২৫-০১৭৬৮৫০০৮০১) এই নাম্বারে।
এব্যাপারে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুুরুল ইসলাম বলেন, এব্যাপারে একটি সাধারণ জিডি পেয়েছি। জিডি পাওয়ার পর ছবিসহ বিভিন্ন থানায় ম্যাসেজ দেয়া হয়েছে।শিশুটিকে উদ্ধারের জন্য আমাদের চেষ্টা চলছে।
Leave a Reply