শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:শরীয়তপুরে ধর্ষণের শিকার হওয়া এক গৃহবধূকে (৩৯) মৌখিক তালাক দিয়ে সন্তানসহ বাড়ি থেকে বের করে দিয়েছে তার স্বামী।গত ২১ মার্চ ওই নারী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার একটি গ্রামে।জানা যায়, উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মালকান্দি গ্রামের এক নারীর বাড়িতে ২১ মার্চ একটি বৈঠকের আয়োজন করা হয়। পরে সেখানে গভীর রাতে ওই গৃহবধূকে বাড়িটির একটি ঘরে আটকে ধর্ষণ করেন এক ব্যক্তি। ঘটনাটি জানাজানি হলে গৃহবধূর স্বামী তাকে মৌখিক তালাক দিয়ে চার সন্তানসহ বাড়ি থেকে বের করে দেন।
এ ঘটনার বিচার চাইতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহম্মেদের কাছে যান। ইউএনও তাকে মামলা করার জন্য থানায় পাঠান। এরপর সখিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা করেন তিনি। মামলায় জমির মাল ও তাকে সহায়তাকারী নারীকে আসামি করা হয়েছে।সখীপুর থানার ওসি এনামুল হক বলেন, পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে। তালাকের ব্যাপারে ওই নারী ও তাঁর আত্মীয়স্বজনকে স্বামীর সঙ্গে বসে সমঝোতা করার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply