বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১১ মার্চ) নির্বাচন কমিশন এ বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের আকাঙ্খা ও প্রত্যাশা পূরণ করতে নির্বাচন কমিশন নতুন পদ্ধতি হিসেবে পোস্টাল ব্যালটের পরিবর্তে প্রক্সি ভোটিংয়ের দিকে যেতে চায়। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রক্সি ভোটিং এমন একটি পদ্ধতি যা বেশ কিছু দেশে চালু রয়েছে এবং এটি একমাত্র পদ্ধতি যা মাধ্যমে রিয়েল টাইমে প্রবাসীদের ভোটগ্রহণ সম্ভব।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন তিনটি বিকল্প পদ্ধতি নিয়ে কাজ করছে। এই পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে: সময়মতো ভোটগ্রহণের জন্য পোস্টাল ব্যালট, অনলাইন পদ্ধতি এবং প্রক্সি ভোটিং। সানাউল্লাহ আরও জানান, প্রবাসীদের আকাঙ্খা পূরণ করতে হলে প্রক্সি ভোটিংয়ের পদ্ধতির দিকে যেতে হবে।
কমিশন ইতিমধ্যে প্রক্সি ভোটিংয়ের সম্ভাব্য পদ্ধতি ঠিক করার কাজ শুরু করেছে। পরে রাজনৈতিক দলসহ অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সম্মতি পেলে বর্তমান আইন পরিবর্তন করতে হবে।
প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিয়ে আগ্রহ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে ৫ আগস্টের পরের রাজনৈতিক পরিস্থিতিতে। এরপর অন্তর্বর্তী সরকারও প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্ত করতে আগ্রহ প্রকাশ করে এবং এই বিষয়ে নির্বাচন কমিশন কাজ শুরু করে। এর পরেই নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের জন্য ভোট প্রদানের সহজ পদ্ধতি খুঁজতে একটি কমিটি গঠন করেছে।
এখন পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ায় জড়িত কারাবন্দিরাও ভোট দিতে পারলেও, প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেননি। তবে, নির্বাচনের জন্য নতুন আইনের সংশোধনী কার্যকর হলে প্রবাসীরা প্রক্সি ভোটিংয়ের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
Leave a Reply