শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন
দশমিনা প্রতিনিধি॥ পটুয়াখালীর দশমিনা উপজেলায় করোনাভাইরাসের অপবাদ দিয়ে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। পূর্ব শক্রতার জের ধরে শনিবার উপজেলার কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার দশমিনা থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা মামলা দায়ের করেছেন আহত শহিদুল গাজী। মামলার আসামিরা হচ্ছে- আ. রহিম, মো. হাসনাইন হোসেন, মো. সানোয়ার, মো. খায়ের সিকদার, মো. মহিউদ্দিন।
থানা ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় একই গ্রামের আ. রহিম ও আজাহার সিকদার গং পূর্বপরিকল্পিতভাবে করোনার অপবাদ দিয়ে শহিদুল গাজী (৪৫), স্ত্রী মিনারা বেগম (৩৮) ও ছেলে এইচএসসি পরীক্ষার্থী নাইমুলকে (১৮) কুপিয়ে জখম করে।
মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়, আজাহার ও রহিম গঙের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
আহত শহিদুল গাজী বলেন, আমি ঢাকার একটি রডের দোকানে শ্রমিকের কাজ করি। প্রায় দেড় মাস আগে গ্রামের বাড়িতে আসি। করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় আমার ছেলে কমলাপুর স্কুল এন্ড কলেজের এইচএসসির পরীক্ষার্থী নাইমুল গত ২৫ মার্চ বাড়ি চলে আসে।
এ ব্যাপারে দশমিনা থানার ওসি এসএম জালাল উদ্দিন জানান, এজাহার নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply