শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
দশমিনা প্রতিনিধি ॥
পটুয়াখালীর দশমিনায় পূর্ব শত্রুতার জেরধরে রাকিব হোসেন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ভাবী ও নিজের শিশুপুত্র গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার বোতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে। নিহত রাকিবের পরিবার জানায়, ওই গ্রামের আব্দুর রব ডাক্তারের সাথে নিহত রাকিব হোসেনের জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতা চলে আসছিল। ঘটনার রাতে আব্দুর রব ডাক্তার, তার ছেলে সোহাগ ও দুই মেয়ে যথাক্রমে শিরিন এবং নুপুর মিলে রাকিব হোসেনকে তার বাড়ির সামনে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় রাকিবের দেড় বছরের শিশুপুত্র সেজানকে কোলে নিয়ে তার ভাইয়ের স্ত্রী সুরমা বেগম (২৮) এগিয়ে এলে সুরমা ও কোলের শিশুপুত্রের ওপরও তারা হামলা চালায়। এদিকে, এদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসায় হামলাকারীরা সটকে পড়ে। এরপর স্থানীয়রা শিশুটিসহ গুরুতর আহত দেবর-ভাবীকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, রাকিবকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
এছাড়া তার ভাবী সুরমা বেগমের স্তন কেটে যাওয়াসহ শরীরে মারাত্মক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শিশুটিও জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দশমিনা থানার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী হত্যাকান্ডের খবর স্বীকার করেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানোর হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা গ্রহনের প্রস্তুতি চলছে। সেই সঙ্গে আসামীদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।
Leave a Reply