মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশার সদর উপজেলার চরমোনাইয়ে রেজাউল করিম রিয়াজ(৪০) নামে এক ব্যক্তিতে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নিহতের স্ত্রী লিজা, শ্যালক ও প্রতিবেশি একজন।
তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম। পুলিশ জানিয়েছে ৯৯৯ নম্বরে কল পেয়ে তারা রেজাউল করিমের বাড়িতে যান।ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।।মৃত রেজাউল করিম রিয়াজ ওই এলাকার ছত্তার হাওলাদারের ছেলে ও পেশায় দলিল লেখক।প্রসঙ্গত আজ রাত ৩টার দিকে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগরে এ হত্যাকান্ডের ঘটে।
Leave a Reply