রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। সোমবার রাতে উপজেলার ঘাঘরকান্দা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক মো. নাসির খান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ জানান, আমার স্বামী একজন অটোভ্যানচালক। অটোভ্যান চালিয়ে তিনি গভীর রাতে বাড়ি ফেরেন। ঘটনার দিন আমার স্বামীর জন্য ঘরের দরজা খোলা রাখি। এ সুযোগে আমার প্রতিবেশী মো. দুলাল খানের ছেলে মো. নাসির খান ঘরে প্রবেশ করে আমাকে ধর্ষণ করেন। আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে নাসিরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে মো. নাসির খানকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে নাসির খানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply