শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া খানাবাড়ি গ্রামের নারী নেত্রী প্রতিমা সরকার ও সহকারী শিক্ষক রাশিদা আক্তারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়।
এ সময় ডাকাত দলের হামলায় গৃহকর্মী রাশিদা আক্তার আহত হয়। গৃহকর্মী রাশিদা আক্তার বর্তমানে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ডাকাতির ঘটনায় গতকাল রাতে গৌরনদী মডেল থানা কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা পুলিশ সুপার ডিএসবি অপরাধ মোঃ ইকবাল হোছাইন পিপিএম এ তথ্য প্রকাশ করেন, গৌরনদী মডেল থানা পুলিশ ডাকাতির লুন্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রাংশসহ ও আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত আসামিরা হলেন বাকেরগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামের মৃত কাজেম সরদারের পুত্র জাহাঙ্গীর সরদার (৬০) একই গ্রামের বারেক হাওলাদারের পুত্র ফিরোজ হাওলাদার (৩২) ও উপজেলার নলচিড়া খানাবাড়ি গ্রামের আব্দুল মালেক জমাদ্দারের পুত্র তারেক জমাদ্দারকে (২০) । এরমধ্যে ডাকাত জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে। এ ছাড়াও গ্রেফতারকৃত অন্যন্য ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন সহ গৌরনদী মডেল থানার অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply