বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:ঝালকাঠী সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বেরমহল গ্রামের আমজেদ আলী বেপারীর বাড়ী এ ডাকাতির ঘটনা ঘটেছে। গত ০৫ ডিসেম্বর বুধবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। ভুক্তভূগীরা আমজেদ আলী বেপারী জানায়, ডাকাতদল রাত ৩টার দিকে ঘরের সামনের রুমের জানালার গ্রীল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে প্রায় ১ থেকে দেড় ঘন্টা অবস্থান করে।
এবং ঘরে ঢুকেই আমি ও আমার স্ত্রী, মেয়ে সহ ৪ জনকে হাত পা এবং চোখ বেধে রাখে এবং ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখায়। নগদ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ, ২টি স্মার্ট মোবাইল ফোন, আনুসাঙ্গিকসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। আরও জানায়, ডাকাত দলের ৫জন ঘরে প্রবেশ করে এবং অন্যরা বাহিরে অবস্থান নেয়। আমজেদ আলী বেপারীর ছেলে গিয়াস উদ্দিন জানায়, বেরমহল এলাকার কৃষ্ণ ঠাকুর বাড়ীর পুকুর পাড়ে মালামাল ভাগাভাগী করতে দেখে, ওই এলাকার আব্দুর রহমান মুন্সি।
তিনি বলেন, আমি প্রতিদিনের মত, মসজিদে ফজরের নামাজের জন্য যাওয়ার সময়, কৃষ্ণ ঠাকুর বাড়ীর পুকুর পাড়ে লোকজনের আলাপ পাই, পরে ডাক দিলে সবাই দৌড়ে পালিয়ে যায়। সামনে এগিয়ে তাদের ফেলে যাওয়া ১টি লুঙ্গী, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি পাওয়া যায়। গিয়াস উদ্দিন আরো জানায়, এব্যাপারে ইউপি চেয়ারম্যান মাসুম শেরওয়ানী ঝালকাঠী সদর থানার ডিউটিরত পুলিশকে ঘটনা জানালে তারা সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন নিয়ে যায়। তারা এব্যাপারে থানায় মামলা করবে বলেও জানিয়েছে।
Leave a Reply