রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসানের পদোন্নতি হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ পদ মর্যাদা) হিসেবে বদলীর আদেশ করা হয়েছে।
বুধবার (৩১মার্চ) তিনি তার দায়িত্বভার হস্তান্তর করবেন। ২০১৮ সালের ৭মার্চ তিনি ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি মামলার চলমান কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করায় মামলার জট অধিকাংশই সম্পন্ন করেছেন।
আলোচিত অনেক মামলার দৃষ্টান্তমূলক আদেশও দিয়েছেন তিনি। যার ফলে একজন সুদক্ষ ও বিচক্ষণ বিচারক হিসেবে সচেতন মহলসহ সর্বমহলে সুকৃতি ও সুনাম রয়েছে তার।
পদোন্নতি জনিত বদলী উপলক্ষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে রবিবার (২৮মার্চ) এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। ২৮ মার্চ রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল মন্নান রসুল। এতে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, বিদায়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসকেএম তোফায়েল হাসান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশ্রাফুল ইসলাম। জ্যেষ্ঠ আইনজীবী এম আলম খান কামাল, নাসির উদ্দিন কবির, শাহাদাৎ হোসেন, ইঞ্জিনিয়ার জিকে মোস্তাফিজুর রহমান, এপিপি সঞ্জিব কুমার বিশ্বাস।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ. স. ম. মোস্তাফিজুর রহমান মনু।
প্রসঙ্গত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসান ঝালকাঠিতে থাকা কালীন সময়ে বহু হত্যা মামলায় আসামীদের ফাঁসি ও ধর্ষণ মামলার আসামীদের আমৃত্যু কারাবাসের আদেশসহ প্রায় ২ হাজার ৪ শত দেওয়ানী ও ফৌজদারি মামলার নিষ্পত্তি করেছেন।
Leave a Reply