সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নিন্মাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছে। রাস্তা-ঘাট পানিতে তলিয়ে বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে পানিবন্দি হয়েছে সাধারণ মানুষ।
শনিবার সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। সুগন্ধা ও বিষখালী নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন ফুট পানি বেড়েছে।
সুগন্ধা ও বিষখালী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী কমপক্ষে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে অনেক পরিবার ।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ( অতিরিক্ত দায়িত্বে ) দিপক রঞ্জন দাস জানান, ঝালকাঠির প্রধান দুটি নদী সুগন্ধা ও বিষখালীর পানি মাঝে মাঝে বিপদসীমার উপর দিয়ে বইছে। জোয়ারে পানি বৃদ্ধি পেয়েছে।
Leave a Reply