সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার, গৌরনদী প্রতিনিধি: আজ ২২ অক্টোবর (মঙ্গলবার) জাতীয় নিরাপদ সড়ক দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে এ তৃতীয় বারের মতো দিবসটি পালিত হয়েছে। এরমধ্যে রয়েছে ক্রোড়পত্র প্রকাশ, আলোচনা সভা, র্যালি ও সড়ক সচেতনতা কার্যক্রম। এবারে দিবসটির প্রতিপাদ্য- ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়।
গৌরনদী হাইওয়ে থানার উদ্যোগে হাইওয়ে থানার প্রবেশমুখে ঢাকা-বরিশাল মহাসড়কে নিরাপদ সড়ক চাই এই স্লোগান ঘণ্টাব্যাপী র্যালি করেন হাইওয়ে থানার চলিত দায়িত্বপ্রাপ্তএস,আই, আমিরুজ্জামান,এস,আই, অশোক চন্দ্র,এস,আই, সুমন চন্দ্র,এ,এস,আই, মশিউর ,শামীম ,সেলিম, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, র্যালি শেষে,
পরিবহন মালিক, চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে বিতরণ করা হয় লিফলেট, পোস্টার ও স্টিকার।
আজ থেকে ২৫ বছর আগের এই দিনে বান্দরবানে শুটিংয়ে থাকা স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত হন জাহানারা কাঞ্চন। সেই থেকে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়থ এই স্লোগান নিয়ে গড়ে তুলেন সামাজিক সংগঠন- নিরাপদ সড়ক চাই (নিসচা)। এই আন্দোলনের ধারাবাহিকতায় এ বছর প্রথমবারের মতো দিনটি জাতীয়ভাবে পালিত হচ্ছে। ২০১৭ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করা হয়।
Leave a Reply