বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
সুমন তালুকদার স্টাফ,রিপোর্টার॥ মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর সাথে বরিশালের গৌরনদীতে জাতীয় পতকা হাতে নিয়ে ভার্চুয়ালি শপথ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে ডিসপ্লে বোর্ডের মাধ্যমে প্রধানমন্ত্রীর শপথ প্রদান অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদ মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেনসহ অন্যান্যরা।
Leave a Reply