শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাস সংকটের মধ্যে ধান তোলায় বিপাকে পড়া কৃষকের সহযোগী হয়ে মাঠে নেমেছে ছাত্রলীগ। বিভিন্ন জেলায় দলবেধে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটির নেকাতর্মীরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন।
করোনাভাইরাস অতি সংক্রামক হওয়ার কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চলছে সরকার ঘোষিত ছুটি। আর এপ্রিল থেকে মে মাস হলো বোরো ধান তোলার সময়। দেশে খাদ্যের বড় জোগান আসে এই বোরো ধান থেকে। কিন্তু শ্রমিক সংকটের কারণে ধান কাটতে বিপাকে পড়েছেন কৃষকরা। এই অবস্থায় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নেতাকর্মীদের উৎসাহ দিতে কাস্তে হাতে নেমে পড়েন অসহায় কৃষকদের ধান কাটতে। বৃহস্পতিবার মুন্সিগঞ্জের শ্রীনগর শ্রীনগর উপজেলার হাসাড়া ও গাদিঘাট এলাকায় আড়িয়াল খাঁ বিলে এ ধানকাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
এসময় তারা আড়িয়াল খাঁ বিলে স্থানীয় কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে দেন। শ্রমিকবেশে কাজ করার অভিজ্ঞতা ছাত্রলীগের জন্য নতুন কিছু নয় বলে মনে করেন দেশের প্রাচীন ও বৃহৎ ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় জানান, করোনা পরিস্থিতির শুরু থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে ধান কাটার মৌসুমে শ্রমিক সংকটের কারণে কৃষকরা ধান কাটতে পারছেন না। তাই বাংলাদেশ ছাত্রলীগের ৫০ লাখ নেতাকর্মীদের এই অবস্থায় দেশের প্রত্যেক এলাকায় কৃষদের পাশে থেকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের পাশে থাকাটা ছাত্রলীগের জন্য সৌভাগ্যের।
সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জানান, সবসময় বাংলাদেশ ছাত্রলীগ মানুষের পাশে ছিল। আমরা আড়িয়ল বিলে ধান কেটেছি ও নেতাকর্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। দুঃস্থ-অসহায় কৃষকদের পাশে প্রতিদিন দেশব্যাপী ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেবে।
এসময় অন্যদের মধ্যে ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক আপন দাস, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল, টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ হাসান খান, সাধারণ সম্পাদক দিপু মাঝি, শ্রীনগর সভাপতি তর্ণক লিজু, সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকত, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সিহাব আহমেদ প্রমুখ।
Leave a Reply