সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন
.এখনো গ্রেফতার হয়নি দিনমজুর দুলাল হত্যা মামলার কোন আসামী.
স্টাফ রিপোর্টার: বরিশালে হত্যা মামলা দায়েরের প্রায় ৩০ দিন পেরিয়ে গেলেও কোন আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহতের স্বজনদের দাবী মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরলেও তাদেরকে রহস্যজনক কারণে ধরছে না এয়ারপোর্ট থানা পুলিশ। এদিকে একটি সূত্র দাবী করছে আসামীরা ক্ষমতাসীন দলের লোক হওয়ায় প্রভাবশালী এক নেতার তদ্বির রয়েছে বলে পুলিশ আসামীদের ধরছে না। অন্যদিকে আসামীদের রক্ষায় স্থানীয় এক জনপ্রতিনিধি নিহতের স্বজনদের কাছে মামলা তুলে নেয়ার শর্তে দশ লাখ টাকা দেয়ার প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই ইয়াছিন বলছেন, আসামীদের গ্রেফতারে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সূত্রমতে, অক্টোবর মাসের ১২ তারিখ শুক্রবার এয়ারপোর্ট থানাধীন লুৎফর রহমান সড়কে মারধরে দিনমজুর দুলাল ঢালী (৪৮) নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তার স্ত্রী কমলা বেগম। নিহত দুলাল উজিরপুর ধামুরা এলাকার বাসিন্দা হলেও নগরীর লুৎফর রহমান সড়কে ভাড়া থাকতেন। নিহত দুলালের স্ত্রী দাবি করেন, শুক্রবার কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় ফেরেন দুলাল। ওই সময় দুলাল অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণ জানতে চাইলে দুলাল জানায়, লুৎফর রহমান সড়কের দোকানদার জাহাঙ্গীর তাকে মারধর করেছে। ওই অসুস্থতা থেকে তার অবস্থার অবনতি হলে দ্রুত শেরে ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুলালের বোন শেফালী বলেন, তার ভাই মারা যাওয়ার পর এয়ারপোর্ট থানায় মামলা করতে গেলে প্রথমে মামলা নেয়নি পুলিশ। পরে তিনি উর্ধ্বতন কর্মকর্তার কাছে গেলে তার নির্দেশে ১৯ অক্টোবর মামলা নেয় থানায় (মামলা নম্বর ২৪)। শেফালী বাদী হয়ে মুদি ব্যবসায়ী জাহাঙ্গীর, ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সিরাজ, কালু ঢালী, জাহিদ ও নাইম আকনকে আসামী করা হয়। নিহতের স্ত্রী কমলা দাবী করেন, মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরলেও কোন আসামীকে গ্রেফতার করছে না পুলিশ। তিনি বলেন, একজন জনপ্রতিনিধি জসিম নামের এক ইটভাঙা শ্রমিককে ১০ লাখ টাকার প্রস্তাব দিয়ে তার কাছে পাঠিয়েছেন। মামলা তুলে নিলে এই ১০ লাখ টাকা তাকে দেয়া হবে বলেও জানায় জসিম। তবে তিনি ওই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, মামলার চার আসামী ক্ষমতাসীন দলের লোক হওয়ায় স্থানীয় এক নেতার নির্দেশে তাদেরকে গ্রেফতার করা হচ্ছেনা। তবে বিষয়টি নাকচ করে দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইয়াছিন বলেন, আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply