বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:০০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর আদাবরের ১৪ নম্বর সড়কে অবস্থিত কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান।
তিনি বলেন, আদাবরে কাঁচাবাজারে একটি বেকারি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন অন্য দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে পরে জানানো হবে।
Leave a Reply