রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি পুনর্বাসনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে ২০২১-২২ অর্থ বছরে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে এ বীজ ও রাসানিক সার বিতরণ করা হয়। বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার আবুহাসনাত শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এ.আর.এম সাইফুল্লাহ।
অনুষ্ঠানে উপজেলার ২ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নের ৪ হাজার ২’শ ৯০ জন কৃষকের মাঝে ভূট্রা,সূর্যমুখি,খেসারী,মূগ,গম ও সরিষা বীজ বিতরণ করা হয়। বীজ ও রাসায়নিক সার বিতরণকালে কৃষকদের কৃষি কাজে আগ্রহ বাড়িয়ে তিন ফসলি চাষ করার আহবান জানান।
Leave a Reply