সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে এক হাজার কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে বরিশাল জেলা প্রশাসন। নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে মঙ্গলবার বেলা ১১টার দিকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মো. সাইফুল হাসান বাদল।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশাল স্থানীয় সরকারের উপ-পরিচালক শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিসার (সদর) মুনিবুর রহমান, বরিশাল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ প্রমুখ।
দরিদ্রদের পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্ত ৬০ জন ফটোগ্রাফারকে নগদ অর্থ সহায়তা করা হয়। স্বাস্থ্য নিরাপত্তাবিধি মেনে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
Leave a Reply