সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামি ১৫ দিনের জন্য দৌলতদিয়া যৌনপল্লী বন্ধ করে দিয়েছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আশিকুর রহমান বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। তাই আমাদের সবার সচেতনতার জন্য আজ থেকে আগামি ১৫ দিনের জন্য যৌনপল্লী বন্ধ করা হয়েছে। যৌনপল্লীতে প্রায় ১ হাজার ৬০০ যৌনকর্মী রয়েছেন। সাময়িক বন্ধের সময় যৌনকর্মীদের জন্য বিভাগীয় কমিশনার ও ত্রাণ মন্ত্রণালয়ে চাউল বরাদ্দ চেয়েছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে আজ থেকে বন্ধ ঘোষণা করা হচ্ছে দৌলতদিয়া যৌনপল্লী। এখানে প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ আসা যাওয়া করে। যার কারণে বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও বলেন, বরাদ্দ অনুযায়ী প্রতিজন যৌনকর্মীকে ২০ কেজি করে চাল দেয়া হবে এবং ওই সময় পল্লীর বাড়ি মালিকরা ভাড়া নিতে পারবেন না। আশা করছি, দু-এক দিনের মধ্যে বরাদ্দের চাউল পেয়ে যাবে।
Leave a Reply